,

ঠাকুরগাঁওয়ে ভোটের আগে প্রার্থী নিখোঁজ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী হাকিম উদ্দিন নিখোঁজ হয়েছেন।

নির্বাচনি প্রচারের জন্য মঙ্গলবার বেলা ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর খোঁজ মেলেনি।

হাকিম উদ্দিন আমগাঁও ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। এবারও তিনি প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার ওই ইউপির ভোট হবে। তবে এখন পর্যন্ত পুলিশ তার সন্ধান পায়নি।

হাকিমের ভগ্নিপতি মুনসেফ আলী জানান, মঙ্গলবার নির্বাচনি প্রচারের জন্য তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

এ ঘটনায় বুধবার সকালে তিনি হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘জিডি হয়েছে। পুলিশ তাকে খুঁজছে। আবার হাকিমের নিখোঁজ হওয়ার ঘটনাটি কৌশলগতও হতে পারে। তবে কোনো কিছুই খাটো করে দেখার অবকাশ নেই।’

হরিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী, হাকিম উদ্দিনের নিখোঁজের ঘটনায় নির্ধারিত তারিখে ভোট আয়োজনে কোনো সমস্যা নেই। সবাই ভোট দিতে পারবেন।’

এই বিভাগের আরও খবর