বিডিনিউজ ১০, বিনোদন ডেস্ক: বিয়ে নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক শাহরিয়াজ! তার পাশাপাশি বিয়ে বিড়ম্বনায় রয়েছেন মডেল-অভিনেত্রী রাহা তানহা খানও। কেন তাদের এই বিয়ে বিড়ম্বনা তা জানতে দেখতে হবে মুকুল নেত্রবাদী পরিচালিত ‘বউ বাজার’ সিনেমা। আগামী ১৫ মার্চ সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন এই নির্মাতা।
সিনেমা প্রসঙ্গে মুকুল নেত্রবাদী বলেন, বেশ কিছুদিন আগেই ‘বউ বাজার’ সিনেমার শুটিং শেষ করেছি। ভালো দিনক্ষণের অপেক্ষা করছিলাম। অবশেষে আগামী ১৫ মার্চ সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করেছি। সবকিছু ঠিক থাকলে এই তারিখেই সিনেমাটি মুক্তি দেয়া হবে।
তিনি বলেন, সিনেমাটির গল্পে দেখা যাবে, শাহরিয়াজ বিয়ে করতে চাচ্ছেন না। কিন্তু তার পরিবার বিয়ের জন্য নানাভাবে চাপ দেয়। এদিকে ধনী পরিবারের মেয়ে রাহা। তার বিয়ে নিয়েও বিভিন্ন সমস্যা। একদিন বউ বাজার ঘুরতে যায় শাহরিয়াজ। একই দিনে রাহার কৌতূহল হয় ওই বাজারে আদৌ বউ পাওয়া যায় কি না তা দেখার। গায়ের রঙ বদলে কালো মেয়ের সাজে সেখানে যান তিনি।
এরপর ইভ টিজারের কবলে পড়েন রাহা। এক সময় তিনি প্রতিবাদ করেন। দূর থেকে দেখে এই কালো মেয়ের প্রেমে পড়েন শাহরিয়াজ। তারপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে এ সিনেমার গল্প। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।
এ প্রসঙ্গে রাহা বলেন, ‘বউ বাজার’ সিনেমার গল্পটি আমার দারুণ লেগেছে। এর মাধ্যমে শাহরিয়াজের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছি। আমাদের দুজনের কাজের রসায়ন বেশ ভালো। শাহরিয়াজ কাজের ক্ষেত্রে হেল্পফুল। আশা করছি, কাজটি ভালো হবে।