,

৩০ বছর আগের লজ্জা কুড়াল ম্যানইউ

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে সমতায় শেষ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনালের মধ্যকার ‘হাইভোল্টেজ’ ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগির মধ্যে দিয়ে ইপিএলে গত ৩০ বছরে ম্যানইউ সবচেয়ে বাজে শুরুর তিক্ত রেকর্ড গড়ল। সাত ম্যাচ শেষে পয়েন্ট দুই অঙ্কে নিতে পারেনি রেড ডেবিলসরা। সবশেষ ১৯৮৯-৯০ মৌসুমে এমনটি হয়েছিল- সেসময় সপ্তম রাউন্ড শেষে ১৩তম স্থানে ছিল দলটি। এখন তার থেকে আরও কম মাত্র দশে পয়েন্ট!

সোমবার (৩০ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। শুরুতে স্কট ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় ম্যানইউ। এরপর সমতা ফেরান পিয়েরে-এমেরিক আউবামেয়াং।  বাকি সময়ে জালের দেখা না মেলায় অমিমাংসিত রয়ে গেল দুই জায়ান্টের লড়াই।

আক্রমণ প্রতিআক্রমণে খেলা জবে ওঠে। শুরুতে কিছুটা এলোমেলো থাকলেও ম্যাচের ৪৫তম মিনিটে গোলের দেখা পেয়ে যায় ম্যানইউ। বাইলাইন থেকে র‌্যাশফোর্ডের কাটব্যাক ডি-বক্সের বাইরে ফাঁকায় পেয়ে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন ম্যাকটমিনে।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে সমতাসূচক গোলটি পেয়ে যায় আর্সেনাল। গোলটি বেশ ঘটনাবহুল- সতীর্থের ডি-বক্সে বাড়ানো বল ধরে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে জালে পাঠান আউবামেয়াং। সঙ্গে সঙ্গে অফসাইডের পতাকা উঁচিয়ে ধরেন লাইন্সম্যান। তবে ভিএআরের সাহায্যে রেফারি জানান এটি গোল।

সমান ম্যাচ খেলে তিন জয়; তিন হার ও এক ড্র নিয়ে ১২ পয়েন্টে টেবিলের চারে আছে গারানরা। এদিকে কেবল দুটি ম্যাচ জয়; তিন হার ও দুই ড্র নিয়ে দশে থাকা ম্যানইউর পয়েন্ট কেবল ৯।

সূত্র- দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর