,

স্ত্রী নির্যাতন মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে স্ত্রীকে শারীরিক নির্যাতনের মামলার আসামি পুলিশ কনস্টেবল গোলাম রাব্বানীর (২৬) জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে গোলাম রাব্বানীর সঙ্গে রোমানা ইয়াসমিনের বিয়ে হয়। এক পর্যায়ে রোমানার স্বামী রাব্বানী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। এছাড়া রোমানার বাবার বাড়ি থেকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন রাব্বানী। টাকা দিতে না পারায় গত ১৯ জুন রাতে রোমানাকে শারীরিকভাবে নির্যাতন করেন তিনি। এরপর শিশু সন্তানসহ রোমানাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ সব ঘটনায় রোমানা বাদী হয়ে গত ২৪ জুন ২০১৯ সালে সুনামগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে যৌতুকের মামলা দায়ের করেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আশেক সুজা মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর