,

সলঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সিরাজগঞ্জ  প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার হাট পেরিফেরির জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এই উচ্ছেদ অভিযান চালায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীমুর রহমান।

অভিযানের শুরুতেই এক্সভেটর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতভিটা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের প্রথম দিনেই প্রায় ২০-২৫টি  অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি উচ্ছেদ করা হবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা, উপপরিদর্শক আসলাম, রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মতিন, ঘুড়কা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শের মোহাম্মাদ ও পুলিশসহ রায়গঞ্জ ভূমি অফিসের কর্মকর্তাসহ আরও অনেকে।

রায়গঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীমুর রহমান জানান, সলঙ্গা হাট পেরিফেরির মোট ৩৩.৩৩ একর জমি রয়েছে। এই জমির মধ্যে অনেক স্থানেই বেদখল হয়ে গেছে। প্রায় ১ মাস আগে আমরা দখলকৃত ২১৪টি ঘর-বাড়িতে লাল চিহ্ন দিয়ে রাখছি। সলঙ্গা হাটের পাট হাটায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এছাড়াও অবৈধভাবে হাটের জায়গায় যারা দখল করেছে পর্যায়ক্রমে তাদের উচ্ছেদ করা হবে।

এই বিভাগের আরও খবর