,

সংখ্যায় সংখ্যায় বিপিএলের ষষ্ঠ আসর

বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্কটুর্নামেন্টের শুরু থেকেই শিরোপা প্রত্যাশী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স এবং ঢাকা ডায়নামাইটসের। প্রায় পাঁচ সপ্তাহ ও ৪৬ ম্যাচের লড়াইয়ের পর দ্বিতীয়বারের মত শিরোপা উঠেছে কুমিল্লার ঘরে। দ্বিতীয় এবং তৃতীয় হওয়া দলের নাম যথাক্রমে ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স।

আসরের ফাইনাল ম্যাচে সেঞ্চুরিসহ ব্যাট হাতে বাজিমাত করেছেন তামিম ইকবাল। তবে সবার ওপরে ছিলেন রিলে রুশো। বল হাতে সাকিব আল হাসানের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেনরা। টুর্নামেন্টে সেঞ্চুরি হয়েছে ৬টি, আবার বোলাররাও করেছেন ৩টি হ্যাটট্রিক।

চলুন দেখে নেয়া যাক সংখ্যায় সংখ্যায় এবারের বিপিএলের খুঁটিনাটি:

দলীয় পরিসংখ্যান

দলীয় সর্বোচ্চ সংগ্রহ – রংপুর রাইডার্স ২৩৯/৪ বনাম চিটাগং ভাইকিংস

দলীয় সর্বনিম্ন সংগ্রহ – কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬৩/১০ বনাম রংপুর রাইডার্স

রানের হিসেবে সবচেয়ে বড় জয় – ঢাকা ডায়নামাইটস ১০৫ রানে বনাম চিটাগং ভাইকিংস

উইকেটের হিসেবে সবচেয়ে বড় জয় – রংপুর রাইডার্স ৯ উইকেটে বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস (২ ম্যাচ)

ব্যাটিং পরিসংখ্যান

আসরে সর্বোচ্চ রান – রিলে রুশো ৫৫৮ রান
(এছাড়া তামিম ইকবাল ৪৬৭ রান এবং মুশফিকুর রহীম ৪২৬ রান)

এক ইনিংসে সর্বোচ্চ রান – তামিম ইকবাল ১৪১ অপরাজিত

সর্বোচ্চ পঞ্চাশোর্ধ ইনিংস – রিলে রুশো ৬টি

সবচেয়ে বেশি ছক্কা – নিকলাস পুরান ও আন্দ্রে রাসেল ২৮টি করে

এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা – তামিম ইকবাল ১১টি

সবচেয়ে বেশি শূন্য – তামিম ইকবাল, এনামুল বিজয় এবং মাশরাফি বিন মর্তুজা ৩টি করে

সর্বোচ্চ রানের জুটি – অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্স ১৮৪ রান বনাম ঢাকা ডায়নামাইটস

বোলিং পরিসংখ্যান

সর্বোচ্চ উইকেট – সাকিব আল হাসান ২৩টি
(এছাড়া তাসকিন আহমেদ, রুবেল হোসেন এবং মাশরাফি বিন মর্তুজা ২২টি করে)

ইনিংসে সেরা বোলিং – কামরুল ইসলাম রাব্বি ৩-০-১০-৪

ইনিংসে ৪ উইকেট – তাসকিন আহমেদ ও রুবেল হোসেন ২ বার করে

সবচেয়ে খরুচে বোলিং – মোহাম্মদ সাদ্দাম ৪-০-৫৯-০

ফিল্ডিং পরিসংখ্যান

সর্বোচ্চ ক্যাচ – আফিফ হোসেন, তামিম ইকবাল ও সাব্বির রহমান ৯টি করে

এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ – কার্লস ব্রাথওয়েট ৪টি

সর্বোচ্চ ডিসমিসাল – নুরুল হাসান সোহান ১৯টি (১৫ ক্যাচ ও ৪ স্টাম্পিং)

এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসাল – মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ শাহজাদ ও নুরুল হাসান সোহান ৩টি (২বার)

এই বিভাগের আরও খবর