স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: জাতীয় লিগের ছয় রাউন্ডের মধ্যে চার খেলায় ২০.৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পথে ঢাকা মেট্রো। ১৫.৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চট্টগ্রাম বিভাগ। আর ১৫.৩৮ পয়েন্ট নিয়ে তিনে ঢাকা বিভাগ।
ঢাকা মেট্টো অলআউট হয়ে গেলে দেড় পয়েন্ট পেত ঢাকা বিভাগ। তাদেরকে দেড় পয়েন্ট না দিতেই দুই উইকেট হাতে থাকা সত্ত্বেও ইনিংস ঘোষণা করেন ঢাকা মেট্টোর অধিনায়ক মার্শাল আইয়ুব।
হাতে উইকেট থাকা সত্ত্বেও কেন ৫৯ রানে ইনিংস ঘোষণা করা হলো, এমন প্রশ্নের জবাবে সোমবার রাতে যুগান্তরকে ঢাকা মেট্টোর অধিনায়ক মার্শাল আইয়ুব বলেন, ‘আসলে ওরা যাতে পয়েন্ট না পায় সে জন্য এমনটি করেছি। আমরা অলআউট হলে ওরা দেড় পয়েন্ট পেত। এখন এক পয়েন্ট পাবে। হাফ পয়েন্ট বাঁচালাম। এখানে অর্ধেক পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। তাই এটা করেছি।’
টার্গেট তাড়া করতে নেমে প্রথম দিনের শেষ বিকেলে তিন উইকেটে ১৬৭ রান সংগ্রহ করেছে ঢাকা বিভাগ। ৮৬ ও ৪৯ রান করে ফেরেন ওপেনার রনি তালুকদার ও সাইফ হাসান।