,

‘শিক্ষকের অপসারণ’ দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের

dav

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জের শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাইন উদ্দিন ভূইয়ার অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে নাম প্রকাশ না করা শর্তে স্কুলটির বেশ কয়েকজন শিক্ষক জানিয়েছেন, স্বার্থের ব্যাঘাত ঘটায় ৩ জন শিক্ষক ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ আন্দোলন করাচ্ছেন।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে গিয়ে অবস্থান নেয়। সেখানে অবস্থান নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাইন উদ্দিন ভূইয়াকে অপসারনের দাতিতে বিভিন্ন শ্নোগান দেয় শিক্ষার্থীরা।

পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমানের কাছের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম তুলে ধরে স্মারকলিপি দেয়।

স্মারকলিপি উল্লেখ করা হয়, ক্লাস রুমের সংকট থাকলেও তিনি তিনটি ক্লাস রুম দখল করে নিজের বাস ভবন তৈরি করেছেন। এছাড়া স্কুলের ২৫টি কম্পিউটারের মধ্যে ১৫ টি কম্পিউটার বিক্রি করে দিয়েছেন। বোর্ড নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি ১৪৪ টাকার বদলে ৩৫০ টাকা ও টিফিন ফান্ড থেকে প্রতি মাসে ১২ হাজার টাকা ভাতা হিসাবে নিতে থাকেন তিনি।

এই বিভাগের আরও খবর