,

লড়াইয়ের পুঁজি পেল রাজশাহী

ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে প্লে অফ নিশ্চিত করা দুই দল রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের হাফসেঞ্চুরিতে লড়াই করার পুঁজি পেয়েছে রাজশাহী। ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে তারা তুলেছে ১৬৬ রান।

সমান ১৪ পয়েন্ট নিয়ে রাজশাহী ও চট্টগ্রাম ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে। টুর্নামেন্টের ৩৬তম ম্যাচে প্রথমবার নিজেদের মুখোমুখি হয় দল দুটি। তবে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেন রাজশাহী। ১৯ রানেই ওপেনার আফিফ হোসেনকে (৯) হারায় তারা। এরপর ৫৩ রানে আউট হন ইরফান শুক্কুর (১৮)।

দুই উইকেট হারালেও অন্যপাশে অর্ধশতক তুলে নেন লিটন দাস। দলীয় ৯৪ রানে আউট হওয়ার আগে তিনি করেন ৪৫ বলে দলীয় সর্বোচ্চ ৫৬ রান। বাকিদের মধ্যে শোয়েব মালিক ২৮, আন্দ্রে রাসেল ২০ ও ফরহাদ রেজা ২১ রান করলে ১৬৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় রাজশাহী।

চট্টগ্রামের পক্ষে দুর্দান্ত বোলিং করেন রুবেল হোসেন ও জিয়াউর রহমান। দুইজনই সমান ৩টি করে উইকেট শিকার করেন। বাকি দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরেন রান আউটের কবলে পড়ে।

এই বিভাগের আরও খবর