,

লোহাগড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: লোহাগড়ার শালনগর গ্রামে অঞ্জনা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক।

শুক্রবার দুপুরে নড়াইল সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।

জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের শফিজ উদ্দিন ফকিরের মেয়ে অঞ্জনা বেগমের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় একই উপজেলার শালনগর গ্রামের আতাউর রহমান শিশিরের। তাদের ঘরে আমিন নামে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। শিশির সম্প্রতি তার খালাতো বোনের মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে পরিবারে অশান্তি চলে আসছে। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী অঞ্জনার ওপর প্রায়ই নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

অঞ্জনার ভাই জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার সকালে শিশির ফোনে জানায়, অঞ্জনা খুব অসুস্থ। এ খবর পাওয়ার পর তারা সেখানে গিয়ে অঞ্জনার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তখন ওই বাড়িতে অঞ্জনার স্বামী শিশিরসহ অন্য সদস্যরা পলাতক ছিল। তার বোনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম।

এই বিভাগের আরও খবর