,

লাভ আজকালের সিকুয়েলে

বিডিনিউজ ১০, বিনোদন: ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ছবি ‘লাভ আজ কাল’। ছবিতে জুটি বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন ও সাইফ আলি খান। বক্স-অফিসে বেশ ভালোই সাফল্য পেয়েছিল এই ছবি। শোনা যাচ্ছে, সিকুয়েল হতে যাচ্ছে ছবিটি।

জানা গেছে, ছবির পরিচালক ইমতিয়াজ আলি ‘লাভ আজ কাল’-এর সিকুয়েল তৈরির পরিকল্পনা করছেন। প্রধান চরিত্রে দেখা যেতে পারে সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে। আপাতত, এটাই চিন্তাভাবনা পরিচালকের। ‘সোনু কি টিটু কি সুইটি’-র পর পরিচালকদের পছন্দের তালিকায় আছেন কার্তিক।

সম্প্রতি শেষ করেছেন ‘লুকা ছুপ্পি’ ছবির শুটিং। বেশ কিছু ছবির স্ক্রিপ্টও আছে তাঁর হাতে। অন্যদিকে, ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করছেন সারা আলি খান।

এই বিভাগের আরও খবর