বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ভ্যান ডাইককে হারিয়ে ২০১৯ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতেছেন লিওনেল মেসি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) মিলানে অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে গত ৩১ জুলাই ১০ জনের তালিকা প্রকাশ করেছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তা থেকে গত ২ সেপ্টেম্বর তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা।
তিন বছর পর আবারো ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন বার্সেলোনা মহাতারকা মেসি। এর মধ্য দিয়ে পাঁচবারের বর্ষসেরা পর্তুগিজ তারকা রোনালদোকে পেছনে ফেললেন এই আর্জেন্টাইন। মেসির ঝুঁলিতে এখন ছয়টি বর্ষসেরার পুরস্কার।
এছাড়া এ বছর ফিফার বর্ষসেরা গোলরক্ষকের অ্যাওয়ার্ড জিতেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার।
তিনি লিভারপুলের আরেক গোলরক্ষক এডারসন সান্তানা ডে মোরায়েস ও বার্সেলোনার মার্ক-আন্দ্রে টের স্টেগানকে পেছনে ফেলে বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হন।