,

রাশিয়ার মতে ক্রিকেট কোনো খেলা নয়

বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্ক: বিশ্বজুড়ে জনপ্রিয় খেলাগুলেঅর মধ্যে ক্রিকেট অন্যতম। আর ভারতীয় উপমহাদেশে ক্রিকেটটা রীতিমতো উপাসনার মতো! ক্রিকেটের সাথেই মিশে থাকে আবেগ-অভিমান।

তবে বাইশ গজের জনপ্রিয় এই খেলাকে খেলা মানতেই নারাজ আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। দেশটি ক্রিকেটকে খেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ান ক্রীড়া মন্ত্রণালয় এক স্মারকলিপিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গত ১৫ জুলাই সোমবার রাশিয়ায় ক্রীড়ামন্ত্রী পাভেল কলোকভ স্বাক্ষরিত এক স্মারকলিপিতে উল্লেখ আছে, ‘ক্রিকেটকে একটি খেলা হিসেবে স্বীকৃতি না দেয়া’র বিষয়টি।

এই বিভাগের আরও খবর