,

রানের পাহাড় গড়ে বাংলাদেশের প্রথম ইনিংস ঘোষণা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৩ এপ্রিল) তৃতীয় দিনের প্রথম সেশনে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

এর আগে ক্যান্ডিতে বুধবার (২১ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। প্রথম ও দ্বিতীয় দিন দুর্দান্ত কাটে বাংলাদেশের।

টাইগারদের পক্ষে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম ৬৮ এবং লিটন দাস ৫০ রানের ইনিংস উপহার দেন।

স্বাগতিকদের হয়ে ভিশা ভার্নান্ডো ৪টি এবং সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা ও ধনাঞ্জায়া ডি সিলভা ১টি করে উইকেট শিকার করেন।

এই বিভাগের আরও খবর