বিডিনিউজ ১০ ডটকম ডেস্ক: দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও ছিল রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া কার্যালয় রাজশাহীর পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও বরিশাল মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীত অনুভব হয়েছে।
তিনি বলেন, গত বুধবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪, তার আগের দিন ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।