,

মিস ইউনিভার্স হলেন দক্ষিণ আফ্রিকার তুনজি

বিনোদন ডেস্ক: মিস দক্ষিণ আফ্রিকা জোজিবিনি তুনজি ২০১৯ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন। জর্জিয়ার আটলান্টা শহরে স্থানীয় সময় রোববার (০৮ ডিসেম্বর) রাতে তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০১৮ ক্যাটরিওনা গ্রে।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানারআপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।

প্রথমবারের মতো বাংলাদেশও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কিন্তু মিস বাংলাদেশ শিরিন আক্তার শিলা সেরা বিশেও জায়গা করে নিতে পারেননি।

এই বিভাগের আরও খবর