এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানারআপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।
প্রথমবারের মতো বাংলাদেশও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কিন্তু মিস বাংলাদেশ শিরিন আক্তার শিলা সেরা বিশেও জায়গা করে নিতে পারেননি।