,

ভারতের চেন্নাইকে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু

বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্কশেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে দারুণ সূচনা করেছে মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব। আজ (সোমবার) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়ার ক্লাবটি ৫-৩ গোলে হারিয়েছে ভারতের আই.লিগের দল চেন্নাই সিটি এফসিকে।

মালয়েশিয়ান ক্লাবের বড় জয়ে একাই চার গোল করেছেন ব্রাজিলের ব্রুনো সুজুকি। তিনি ৩৯, ৪৫, ৭১ ও ৮২ মিনিটে গোল করেন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরে এটি প্রথম হ্যাটট্রিক। আর এক ম্যাচে চার গোল তিন আসরে এটাই প্রথম।

তেরেঙ্গানুর অন্য গোলটি করেন রহমত। চেন্নাই সিটি এএফসির গোল করেছেন কাতসুমি ইউসা, মাশুর ও জ্যাভিয়ের পেদ্রো।

এবারের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ভারতের তিনটি দল খেলছে। তবে দুটিই প্রথম ম্যাচে হারলো। ‘এ’ গ্রুপে মোহনবাগান ২-১ গোলে হেরেছে লাওসের ইয়ং এলিফ্যান্টের কাছে।

এই বিভাগের আরও খবর