ক্রীড়া ডেস্ক: অকল্যান্ডে ভারতীয় শক্তিশালী ব্যাটিংকে তছনছ করল নিউজিল্যান্ড। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ পারফরম্যান্স করেন অভিষেকে নামা কাইল জেমিসন। ছয় ফুট আট ইঞ্চি উচ্চতা বিশিষ্ট পেসার পৃথ্বী ও সাইনিকে আউট করেন।
জাদেজার সঙ্গে দারুণ ব্যাট করে সাইনি জমিয়ে তোলেন ম্যাচ। ৪৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করে বোল্ড হন জেমিসনের বলে। এতে ৭৬ রানে ভয়ংকর জুটি ভাঙে ভারতের। একপ্রান্তে লড়াই করা জাদেজা শেষ পর্যন্ত হার মানেন। কিউইদের দেওয়া ২৭৪ রানের টার্গেটে নেমে ২৫১ রানে অলআউট হয় ভারত।
ফলে ম্যাচ হারের সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও হেরে বসে কোহলিরা। অভিষেকে ১০ ওভারে ১ মেডেনসহ ৪২ রানে দুই উইকেট নেন জেমিসন। ব্যাটিংয়েও টেইলরের সঙ্গে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ায় ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দীর্ঘকায় এ পেসার। সিরিজের শেষ ওয়ানডে ১১ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে।
অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৩ রান তোলে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই ৯৩ রান তোলেন নিকোলস ও গাপটিল। ৪১ রান করে নিকোলস বিদায় নিলে দ্বিতীয় উইকেটে গাপটিল ৪৯ রানের জুটি গড়েন ব্লান্ডেলের সঙ্গে।
তবে দ্রুত ভারত ম্যাচে ফেরে ব্লান্ডেল ও গাপটিলকে আউট করে। ব্লান্ডেল ২২ রানে ও গাপটিল ৭৯ রানে রান আউট হন। এতে হুড়মুড় করে ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। ১৫৭ রান থেকে ১৯৭ রানের মধ্যে ৬ উইকেট হারায় তারা। তবে অভিজ্ঞ রস টেইলর গত ম্যাচের মতো দলকে বাঁচালেন।
অভিষেকে নামা জেমিসনকে নিয়ে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেন তিনি। ৭৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন টেইলর। জেমিসন অপরাজিত ছিলেন ২৫ রানে।
জবাবে শুরুতে বিপদে পড়ে ভারত। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ৩ রানে ও পৃথ্বী আউট ২৪ রানে। অধিনায়ক কোহলি এ দিন তেমন কিছুই করতে পারেননি। সফরে সেরা ছন্দে থাকা লোকেশ রাহুলও বিদায় নেন দ্রুত। এতে ৯৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।
একপ্রান্তে শ্রেয়াস আইয়ার হাফসেঞ্চুরি করলেও বেশিদূর নিজের ইনিংস টেনে নিতে পারেননি। ৫২ রান করে বেনেটের বলে আউট হন তিনি। এক পর্যায়ে ১৫৩ রানে ৭ উইকেট পড়লে ম্যাচ থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া। তবু হাল ছেড়ে দেননি রবীন্দ্র জাদেজা। অষ্টম উইকেটে তিনি ৭৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাইনির সঙ্গে। ৪৫ রান করে আউট হন সাইনি। আর শেষ ব্যাটসম্যান হিসেবে ৫৫ রান করে নিশামের বলে আউট হন জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড : ২৭৩ (গাপটিল ৭৯, টেইলর ৭৩*, নিকোলস ৪১, জেমিসন ২৫*)
ভারত : ২৫১ (জাদেজা ৫৫, আইয়ার ৫২, সাইনি ৪৫, পৃথ্বী ২৪)
ফলাফল : ২২ রানে জিতে সিরিজ ২-০তে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড
ম্যাচ সেরা : কাইল জেমিসন