,

বিয়ে করলেন ভারতীয় তারকা ক্রিকেটার

বিডিনিউজ ১০ ডটকম, খেলাধূলা: মহামারী করোনাভাইরাসের মধ্যেই বিয়ে করেছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিজয় শঙ্কর। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরণের সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় এ অলরাউন্ডার।

বিজয় শঙ্কার বৈশালীর সঙ্গে তোলা দুটো ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন-শুধু আংটি ইমোজি।

বিজয় শঙ্করের এমন পোস্টের পরই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন জাতীয় দলের সতীর্থসহ, নিকটআত্মীয়, বন্ধু ও ভক্ত-সমর্থকরা।
বিজয় শঙ্কর ক্যারিয়ারের নতুন ইনিংস গড়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সতীর্থ ক্রিকেটার লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহাল, শ্রেয়াস আয়ার, করুণ নায়ার, অভিনব মুকুন্দ ও জয়ন্ত যাদবসহ আরো অনেকেই।

সপ্তাহখানেক আগেই বিয়ে করেছেন ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল।

২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় বিজয় শঙ্করের। এক বছর পর ইংল্যান্ডের মেলবোর্নে সবশেষ বিশ্বকাপে ওয়ানডে ম্যাচে অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে ১২টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদে খেলবেন বিজয় শঙ্কর।

এই বিভাগের আরও খবর