বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১৮ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা এক লাখ ১৪ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে উঠেছেন চার লাখের বেশি। এবার আক্রান্তের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য, দেশটিতে আক্রান্ত হয়েছে ৮৪ হাজারের বেশি মানুষ। মৃত্যু সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
সাড়ে পাঁচ লাখের বেশি আক্রান্ত এখন যুক্তরাষ্ট্রে। মৃত্যুর মিছিল থামছেই না দেশটিতে। মৃতের সংখ্যা এখন ২২ হাজারের বেশি। মার্কিন জনস্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফউসি জানিয়েছেন, করোনার সংক্রমণের শুরুর দিকেই যদি সবকিছু বন্ধ করে দেয়া যেত তাহলে অনেক প্রাণ বাঁচানো যেত। তবে মে নাগাদ দেশের কিছু কিছু জায়গায় স্বাভাবিক অবস্থা ফিরবে বলেও আশা করছেন তিনি।
এদিকে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রের পরে থাকা ইতালিতে গত তিন সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু হয়েছে, একদিনে প্রাণ গেছে ৪৩১ জনের। দেশটিতে দেড় লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজার।
করোনাভাইরাস নিয়ে জারি করা সতর্কতার মাত্রা কমিয়েছে ইরান। দেশটিতে কম ঝুকিঁর বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে। তবে রাজধানী তেহরানে আগামী সপ্তাহ থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চালু হবে।