বিডিনিউজ ১০ খেলাধূলা: শারীরিক অসুস্থতার কারণে ঘরের মাঠ চট্টগ্রামে খেলতে পারেননি ঢাকা প্লাটুনের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। আগামীকাল চট্টগ্রাম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দলটি। সে ম্যাচে দেখা যাবে তামিমকে।
আজ রবিবার (২২ ডিসেম্বর) সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন তামিম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামার আগে ঝালিয়ে নেন নিজেকে। এ সময় তামিমের বিপক্ষে বল করতে দেখা যায় ঢাকা প্লাটুনের আরেক ব্যাটসম্যান ও উইকেটরক্ষক এনামুল হক বিজয়কে।
মজার ছলে বিজয়কে চ্যালেঞ্জ করে তামিম বলেন, পারলে আমাকে আউট করে দেখা। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিমকে আউট করতে পারেননি বিজয়।