,

বিএনপি অফিসে অগ্নিসংযোগ, আ.লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় মনোয়ার জাহিদ রোকন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে তাকে উপজেলার সাঁতাহার এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মনোয়ার জাহিদ রোকন বগুড়ার আদমদীঘি উপজেলার সাঁতাহার এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে। তিনি সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আদমদীঘি সদরে গত ১৯ ও ২৫ আগস্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা হয়। এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা গা-ঢাকা দিয়েছেন। আওয়ামী লীগ নেতা মনোয়ার জাহিদ রোকন মঙ্গলবার বাড়িতে আসেন। পুলিশ গোপনে খবর পেয়ে রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নাশকতার মামলার আসামি রোকনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর