,

বাগদান সারলেন পরীমনি-তামিম

বিডিনিউজ ১০, বিনোদন ডেস্কগল্পটা ঠিক তিন বছরের। তিন বছর আগে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের যাত্রা শুরু। তিন বছর পর বাদে গতকাল একই দিন বাগদান সেরে নতুন জীবনে প্রবেশ।

বলছি সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও তামিম হাসানের কথা। বৃহস্পতিবার ভালোবাসা দিবসটিকেই বাগদানের জন্য বেছে নিয়েছেন তারা। ২০১৬ সালের একই দিনে তারা হাতে হাত রেখে বাহুডোরে বাধা পড়েছিলেন।

বাগদান হয়েছে দুই পরিবারের সম্মতিতেই। বিষয়টি নিশ্চিত করে পরীমণি গণমাধ্যমকে বলেন, দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান সম্পন্ন হয়েছে। এখনও অনেক প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে জানিয়ে সবাইকে নিয়েই করতে চাই।

বিয়েটাও ভালোবাসা দিবসেই করতে চান এমনটি জানিয়ে পরীমণি বলেন, কোনো এক ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করতে চাই।

পরিমণি যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তিনি গণমাধ্যমকর্মী। এ ছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাভগুরু’র উপস্থাপক। সাংবাদিক ও নায়িকা জুটির ভালোবাসা তার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।

এই বিভাগের আরও খবর