বরিশাল: বরিশাল জেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার রোববার (১১ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। রোববার (১১ আগস্ট) সকালে বরিশাল নগরের মধ্যে প্রধান ও বৃহত্তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ২৩ নং ওয়ার্ডে তাজকাঠিস্থ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে।
এছাড়াও সিটির ২৩নং ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, ২৬নং ওয়ার্ডে হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ-মমতাজিয়া জামে মসজিদে এবং ২২নং ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে পৃথক পৃথক জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদুল আজহার নামাজ আদায় করেন।
বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রামে-হাফেজ লোকমান শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামে-পতাং শাহ্সুফি মমতাজিয়া মসজিদ, মেহেন্দিগঞ্জের তালুকদারচর গ্রামে তালুকদার চর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে দরবারের অনুসারীদের বাবুগঞ্জ উপজেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় চেয়ারম্যান বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে। বাবুগঞ্জের কেদারপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মাধবপাশা দুয়ারীবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, উজিরপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মুলাদি উপজেলার চরকালেখা গ্রামে চরকালেখা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
হিজলা উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় শ্রীরামপুর গ্রামের শ্রীরামপুর দরবার শাহ্ সাহেব জামে মসজিদ প্রাঙ্গণে। কোলচর গ্রামে কোলচর শাহ্সুফি মমতাজিয়া মসজিদে শাহ্সুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন।
বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামে-সুন্দরকাঠি দরবার শরীফে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলায় ১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ফলে ওই সব এলাকায় এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী হাবিবুর রহমান জানিয়েছেন পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসব শুরু করেছেন তারা। এছাড়া পশু কোরবানি দেয়াসহ সামগ্রিক সবকিছুই করছেন তারা।