,

বরিশালে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরের পশ্চিমপাড় খান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে জসিম দাড়িয়ার কাপড়ের দোকান, জাহাঙ্গীর সিকদারের টিনের দোকান, আশিক দাড়িয়ার হার্ডওয়ারের দোকান, আলিম শেখের দোকান, সুজন শেখের প্রসাধনী দোকান, রফিকের টেইলার্স, মেরাজের কাপড়ের দোকান, সেলিম তাজের গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বাজারের একটি লাইটপোস্টে তারে তারে ঘর্ষণের কারণে আগুনের ফুলকি সৃষ্টি হয়। যা নিচে থাকা একটি দোকানে পড়ে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী গ্যাস সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়ে। একপর্যায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথম গৌরনদী ও কোটালিপাড়া ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বরিশাল থেকে আরও দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। ততক্ষণে বাজারের ৮টি দোকান পুরোপুরিভাবে পুড়ে যায়। এছাড়া আরও ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

আগুনের খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস, থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর