,

ফেশিয়াল করবেন? খেয়াল রাখুন এসব বিষয়ে

লাইফস্টাইল ডেস্ক: ত্বক নিয়ে যারা সচেতন তাদের কাছে ফেশিয়াল বেশ পরিচিত শব্দ। ত্বককে মসৃণ, সতেজ রাখতে এর বিকল্প নেই। তবে ফেশিয়াল করার আগে ছোটখাট কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত যে কারোর। তাহলে ত্বকের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। চলুন তবে এমন কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক-

● অবশ্যই ত্বকের ধরন বুঝে ফেশিয়াল করবেন। একেক ধরনের ত্বকের জন্য একেক ফেশিয়াল কার্যকরী হয়ে থাকে। রুক্ষ ত্বকের জন্য যা মানানসই তা তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাও হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি ফেশিয়ালের পূর্বে কোনো ত্বক বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করে নেন।

● ফেশিয়াল কিন্তু প্রতিদিন করার মতো কোনো কাজ নয়। দুই সপ্তাহ অন্তর অন্তর ফেশিয়াল করুন। অর্থাৎ, মাসে দুই বারের বেশি এটি করা উচিত নয়।

● বাজারে অনেক ফেশিয়াল প্যাক পাওয়া যায়। তবে চেষ্টা করবেন প্রাকৃতিক উপাদান রয়েছে এমন পণ্য দিয়ে ফেশিয়াল করতে।

● বয়স ১৮ এর কম হলে ফেশিয়াল না করাই উত্তম। কেননা তার আগে ত্বক ভীষণ স্পর্শকাতর থাকে।

● অনেকের সুগন্ধীতে এলার্জি থাকে। এমনটা হলে চেষ্টা করবেন গন্ধবিহীন ক্লিনজিং ক্রিমের সাহায্যে ফেশিয়াল করতে।

কেবল ফেশিয়াল করলেই হবে না। নিয়মিত সঠিক পরিমাণ পানি পান করুন ও ত্বকের যত্ন নিন। তবেই সুন্দর ত্বকের অধিকারী হতে পারবেন আপনি।

সূত্র- জি নিউজ।

এই বিভাগের আরও খবর