বিডিনিউজ ১০, বিনোদন ডেস্ক: পুরো বছরের অপেক্ষার পরে দূর্গা এসেছেন। তার আগমনে আনন্দে-উল্লাসে উৎস-বমুখর চারপাশ। শরদীয় উৎসবে নিজেকে দেবী রূপেই যেন দেখতে চান বাঙালি নারীরা। বাদ যান না বলিউড-টালিউড তারকারাও। বেশিরভাগ তারকাই পূজার সময় শাড়ি পরতেই পছন্দ করেন।
লাল বা লাল-সাদার শুভ্রতায় সঙ্গে সোনালি কম্বিনেশনের সিল্ক বা কাতান শাড়িই বেছে নিয়েছেন সুস্মিতা সেন, কাজল, রিয়া সেন, নুসরাত ও মিউনির মতো প্রিয় তারকারা। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়নাও পরেছেন তারা। ঠোঁট রাঙিয়ে, কাজল চোখে, চুলের খোঁপায় তারার ফুলও লাগিয়েছেন যত্ন করে।