জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় পৃথক এলাকায় বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চরকাজল এলাকার মামুন প্যাদা (৩৮) ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার (৫০)।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে মামুন প্যাদা নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রবৃষ্টি শুরু হয়। পরে তিনি একটি পুকুর পাড়ে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
অপর ঘটনায় পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার ক্ষেতে কাজ করছিলেন। কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মোস্তফা হাওলাদারও মারা যান।