,

নড়াইলে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হস্তান্তর

শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইলে ৯ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পৌরসভার কাছে হস্তান্তর করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের রুপগঞ্জ বাসষ্টান্ড এলাকায় নির্মিত ৩৫০ ঘনমিটার শোধন ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি হস্তান্তর করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জামানুর রহমানের সভাপতিত্বে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহম্মেদ, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস। এছাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মাহমুদুল আলাসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, পৌর সভার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩৭ শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় নড়াইল পৌরসভায় নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি ঘন্টায় ৩৫০ ঘন মিটার পানি শোধন ক্ষমতা সম্পন্ন। এই পানি শোধনাগারটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির পরিশোধিত পানি আঞ্চলিক গবেষনাগার খুলনায় পরীক্ষা করে উক্ত পানি পান যোগ্য হওয়ায় এটি পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নড়াইল পৌর এলাকায় প্রায় দু’লক্ষ লোক পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানির আওতায় আসবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহম্মেদ জানান,পৌর এলাকায় স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি একটি যুগোপযোগী পদক্ষেপ।

ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পানি সরবরাহের কারণে পৌর এলাকায় সুপেয় পানির অভাব দূর হবে। মানুষের জীবনযাপনের মান উন্নত হবে। পৌরবাসীরা নিরাপদ পানি পানের সুবিধা ছাড়াও পানিবাহিত রোগ কলেরা, টাইফয়েড, আমাশয়সহ পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর