বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্ক: আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে হারের দ্বারপ্রান্তে টিম বাংলাদেশ। যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে এ কথা বলেই যায় যে, চট্টগ্রামে টেস্টে পরাজয়ের প্রহর গুণছে সাকিবের দল। টেস্ট ক্রিকেটে ২০ বছরের অভিজ্ঞ বাংলাদেশকে প্রথম দেখায়-ই পরাজয়ের স্বাদ দিতে চলেছে মাত্র ৩টি টেস্ট খেলা আফগানিস্তান। আর এই ম্যাচ জিতলে হলে স্বাগতিক বাংলাদেশকে ইতিহাস গড়তে হবে। ম্যাচের এই পজিশনে যা প্রায় অসম্ভব।
জিততে হলে টাইগারদের প্রয়োজন ২৬২ রান আর আফগানিস্তানের দরকার ৪ উইকেট। ৩৯৮ রানের লক্ষ্যে নেমে, ৬ উইকেটে ১৩৬ রানে দিন শেষ করেছে বাংলাদেশ।
চট্টগ্রামে টেস্টে ব্যাটিং করাই যেন ভুলে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা। ক্ষুদে আফগানদের দেখেও সেটা শিখতে পারলেন না সাকিব বাহিনী। স্পিন সহায়ক উইকেট বানিয়ে নিজেদের ফাঁদে নিজেরাই ধরা পড়ল বাংলাদেশ। শেষ বেলায় বৃষ্টি এসে টাইগারদের ভাবার আরও একটু সময় দিল পঞ্চম দিনে নিতে।
তৃতীয় দিনের সঙ্গে ২ উইকেটে আরও ৩৭ রান যোগ করে সকালে দ্বিতীয় ইনিংসের ইতি টানে আফগানিস্তান। স্বাগতিকদের সামনে লক্ষ্য ছুড়ে দেয় ৩৯৮ রানের পাহাড় ডিঙানোর। জিততে হলে নিজেদের রেকর্ড গড়তে হবে, এটা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে টাইগাররা। মাত্র ৩০ রানে থামে লিটন-সাদমানের উদ্বোধনী জুটি। ৯ রান করে ফেরেন লিটন দাস। জহির খানের শিকার হন তিনি।
এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে ১২ রান করে মাঠ ছাড়েন আগের ইনিংসে আশা জাগানো মোসাদ্দেক। এরপর একে একে ফেরেন মুশফিকুর রহিম ২৩ রান করে, মুমিনুল হক ৩ রান করে ও মাহমুদুল্লাহ রিয়াদ ফেরেন ৭ রান করে।
অধিনায়ক সাকিব আল হাসান দিন শেষে ৩৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন। পঞ্চম দিন সাকিবের সঙ্গে মাঠে নামবেন রানের সৌম্য সরকার। খাদের কিনার থেকে দলকে টেনে তুলতে পারেন কিনা এই তারকা ব্যাটসম্যান।
আফগান অধিনায়ক রশিদ খান ৩টি ও জহির খান ২টি উইকেট নেন। এছাড়া ১টি উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২ ও ২৬০
বাংলাদেশ প্রথম ইনিংস: ২০৫ ও ১৩৬/৬