,

নারী সাংসদ হতে চান চকরিয়ার ফিরোজা বেগম

ফিরোজা বেগম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার  : কক্সবাজারের চকরিয়া-পেকুয়াসহ সংরক্ষিত আসনে নারী সাংসদ হয়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চান চকরিয়ার আওয়ামী লীগ নেত্রী মিসেস ফিরোজা বেগম।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চকরিয়া পৌরসভা শাখার বর্তমান সভাপতি ফিরোজা বেগম ১৯৮১ সাল থেকেই আওয়ামী লীগের তৃণমূল রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। তিনি সেই থেকে জড়িত রয়েছেন দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে। এমনকি জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পাশে থেকে অংশ নিয়েছেন প্রচারণায়।

বাংলাদেশ আওয়ামী লীগের লড়াকু এবং ত্যাগী নেতা, চকরিয়া পৌরসভার প্রথম প্রশাসক ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেনের সহধর্মিনী ফিরোজা বেগম দলের জন্য অত্যন্ত নিবেদিত। একজন রাজনৈতিক নেতার স্ত্রী হিসাবে দলীয় নেতা-কর্মীদের সুখে-দুঃখে একাকার রয়েছেন এই নারী নেত্রী। এমনকি দলীয় নেতা-কর্মীদের বিরামহীনভাবে সেবা শুশ্রুষাও দিয়ে যাচ্ছেন তিনি।

কক্সবাজার-চকরিয়ার স্বৈরাচারবিরোধী আন্দোলনের লড়াকু রাজনৈতিক নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনের সঙ্গে নানা আন্দোলন-সংগ্রামে তার সহধর্মিনীরও যথেষ্ট অবদান রয়েছে। গেল নবম ও দশম সংসদে উপর্যুপরি দুইবারই চকরিয়া-পেকুয়াসহ সংরক্ষিত নারী সংসদ সদস্যের আসনটিতে মনোনয়ন দেওয়া হয় অস্থানীয় প্রার্থীদের। তাই এবারের একাদশ জাতীয় সংসদের আসনটিতে এলাকার মানুষ একজন স্থানীয় নারীকে তাদের সেবক হিসাবে পেতে চান।

এক্ষেত্রে ফিরোজা বেগম নিজেও আগ্রহী মানুষের সেবা দেওয়ার জন্য। এ জন্য তিনি সংরক্ষিত আসনটিতে নারী সাংসদের মনোনয়নপত্রও ইতিমধ্যে জমা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর