-ড.তপন বাগচী
অতো কাছে গিয়ে ফিরে আসি
শেষাবধি দূরত্বের জয়।
প্রতিদিন বাড়ে যদি দূরত্বের সীমা
আমি কি নাগাল পাব বিরহী আকাশ!
নীলাকাশ ছুঁতে চায় পবিত্র পৃথিবী
তাই তাকে ঘিরে রাখে দিকচক্রবাল
খোলা চোখে যত দেখ আকাশ-মাটির মিল
তবু তারা অধরামাধুরী।
প্রতিটি প্রহর থাকি বুকের ভূগোলে
তুমি কি জানো না প্রিয় সেই ইতিহাস?
কত দূরে খাজুরাহ?? কামাখ্যা কোথায়???