,

রাহুল রাজের প্রেমের কবিতা-ঘাসফুল

ঘাসফুল

-রাহুল রাজ

ঘাসের বুকে হাসি মুখে ফোটে ঘাসফুল
কুল বিচারে পেলো না সে উচ্চ জাত কুল!

তার দিকে দৃষ্টি দিয়ে ক’জনে তাকায়
পদতলের কসাঘাতে নিজেরে বিলায়।

যে ভ্রমর, গোলাপ-রজনি কড়ি থেকে করে ফুল
সেই একী ভ্রমর একী ভাবে ফোঁটায় ঘাসফুল।

গোলাপ-রজনিরে জাতের টানে সকলে কুড়ায়
ঘাসফুল সে যত হাসুক, সকলে তা মাড়ায়।

এই বিভাগের আরও খবর