নীল আকাশ কেনো এতোটা মেঘাচ্ছন্ন
সমুদ্রের উত্তাল তরঙ্গমালা আঘাত হানছেনা জাহাজের গায়ে
বহমান বাতাস থেমে গেছে নিমিষে
শুনশান নীরবতা অন্তিম রহস্যের
বেড়াজালে ভ্রাতৃত্ব বন্দী,
খুন রাঙ্গা এমন সকালে বিদ্রোহী মন
বিদেহী আত্মার মাগফিরাতে হতে
পারেনা প্রতিদ্বন্দ্বী
সহস্র কালের নিষ্পত্তি নিমিষেই হারিয়ে
ফেলা অযাচিত স্বপ্নের উম্মেষ
আদর্শ উদযাপনে নিমিষেই নিঃশেষ
রক্তের হোলিখেলায় পরিলক্ষিত
প্রেক্ষাপট
উদিত ঊষার অন্তিম প্রস্থানে
সঞ্চিত আদর্শ লোপাট!
বেদনাবিধুর কালিমা লেপন
হৃদপিণ্ডটা কাপে দুরুদুরু
প্রশ্ন জাগে বন্ধু কি হলো আজ আর
সম্মুখে কি হবে
দাওয়াতের অপরিপক্ক সালেহীগনের
অকুলন কর্ম গাথায় রঙ্গিত ভূবণে
ঘৃণিত দৃষ্টান্ত গাঁথা রবে।