,

দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। নিহত ওসমান শিকদার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন।

শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় ওসমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানায়, কয়েকদিন আগে ইজিবাইক চুরির ঘটনায় প্রতিবাদ জানালে ওসমানের ওপর হামলা চালান সাবেক ইউপি সদস্যের ছেলে মোহাম্মদ শাকের ও আরেক ব্যক্তি কেফায়েত উল্লাহ। ঘটনার জেরে ওই ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ইয়াবা ও মানব পাচারের একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর