-
- খুলনা, চট্টগ্রাম, দেশজুড়ে
- কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার দুলাভাই
কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার দুলাভাই
নিউজ ডেস্ক
- প্রকাশের সময় March, 11, 2025, 5:37 pm
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) রাতে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার মো. ফারুক (২৮) কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈন্যরটেক এলাকার বাসিন্দা। তিনি ভুক্তভোগী ওই কিশোরীর ভগ্নিপতি বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, রোববার সকালে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসেছিলেন ফারুখ। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সেই সুযোগটি নেন তিনি। শ্যালিকার রুমে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
কর্ণফুলী থানার ওসি শরীফ বলেন, ‘ এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলায় ফারুক প্রায় শ্বশুরবাড়ি বেড়াতে গেলে তার মেয়েকে উত্যক্ত করত বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে ফারুককে তিনি কয়েকবার তার মেয়েকে উত্ত্যক্ত না করতে নিষেধও করেছিলেন।
এই বিভাগের আরও খবর