,

ঠাকুরগাঁও জেলা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন

ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ রোধে ঠাকুরগাঁও জেলাকে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন করেছে প্রশাসন। সেইসঙ্গে জেলায় প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাত ৯ টা থেকে লকডাউন কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবত থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও  ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম  কামরুজ্জামান সেলিম জানান, ভাইরাসের সংক্রমণ রোধে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁওকে লকডাউন করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌপথ বন্ধ থাকবে। ঠাকুরগাঁও থেকে কেউ প্রবেশ বা বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।

প্রসঙ্গত, চার দফায় জেলার ৬৮ জনের নমুনা পরীক্ষার পর আজ শনিবার তিন জনের করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর