,

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: দুজন গুলি করে হত্যার তিন দিন পর এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটক ওই যুবক বালিয়াডাঙ্গী উপজেলার কাইয়ুম আহমেদের ছেলে শাহ আলম (২৭) বলে জানা গেছে।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ।

স্থানীয়রা জানান, কাজ শেষে বৃহ্স্পতিবার ভোরে বাড়ি ফেরার পথে বাংলাদেশের কান্তিভিটা ৩৯০/ ২-এস বিপরীতে ভারতের হাটখোলা বিএসএফের জওয়ানরা তাকে আটক করে ওই দেশের পুলিশে দেয়।

বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ জানান, শাহ আলম ভারতে শ্রমিকের কাজ করছিল। সেখান থেকে ফেরার পথে তাকে আটক করে বিএসএফ।

শাহ আলমকে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে জাহাঙ্গীর আলম (২১) বিএসএফের গুলিতে নিহত হন।

এর চার দিন পর হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে মো. জেনারুল হক (২২) নামে আরেক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

 

এই বিভাগের আরও খবর