,

টেম্পুস্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৪০

গোপালগঞ্জ প্রতিনিধি: টেম্পু স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গোপালগঞ্জ সদরের ঘোষেরচর উত্তরপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।

এ সময় ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে।

আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জ জেলা সদরের বড় বাজার এলাকার টেম্পু স্ট্যান্ড নিয়ে ঘোষেরচর উত্তরপাড়ার বাসিন্দা সুজন শেখ ও সেন্টু শেখের মধ্যে বিরোধ চলছিল। গত ২/৩ দিন আগে দু’পক্ষের বিবাদ চরমে ওঠে। উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এরই জের ধরে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় ৩ ঘন্টা উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় মামলা দায়ের করেনি।

গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষ ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ১৫ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর