,

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে রিয়াল-বার্সা

বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্কজমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রান্সের শহর মোনাকোয় উয়েফা সদর দপ্তরে অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট চ্যাম্পিয়ন্স লিগের ড্র। ৩২ দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে কঠিন পরীক্ষায় পড়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

গ্রুপ পর্বের বাধা টপকাতে রিয়াল মাদ্রিদকে মোকাবেলা করতে হবে এমবাপে, নেইমার (এখনও পিএসজিতেই আছেন), কাভানি, ডি মারিয়াদের ক্লাব পিএসজির। ‘এ’ গ্রুপেই দু’দল পরস্পরের মোকাবেলা করবে।

অন্যদিকে আরেক স্প্যানিশ জায়ান্ট, লিওনেল মেসির দল বার্সেলোনাকে মোকাবেলা করতে হবে কঠিন দুই প্রতিপক্ষের। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড এবং ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের। গ্রুপ ‘এফ’- এ পড়েছে তারা।

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল খুব একটা কঠিন গ্রুপে পড়েনি। ‘ই’ গ্রুপে তাদের মোকাবেলা করতে প্রস্তুতি নেবে ইতালিয়ান ক্লাব ন্যাপোলি, অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবার্গ এবং বেলজিয়ামের জেঙ্ক।

মোনাকোয় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আবার তুলে দেয়া হয়েছে বর্ষসেরা উইরোপ ফুটবলারের পুরস্কার। মেসি-রোনালদোকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নিয়েছেন লিভারপুলের ডিফেন্ডার ভিরগিল ফন ডিক। একই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলো আগামী মৌসুমের।

‘এ’ গ্রুপ
পিএসজি (ফ্রান্স), রিয়াল মাদ্রিদ (স্পেন), ক্লাব ব্রাগ (বেলজিয়াম), গ্যালাতাসারি (তুরস্ক)

‘বি’ গ্রুপ
বায়ার্ন মিউনিখ (জার্মানি), টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড), অলিম্পিয়াকস (গ্রিস), ক্রভেনা ভেজদা (সার্বিয়া)

‘সি’ গ্রুপ
ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), শাখতার দোনেতস্ক (ইউক্রেন), ডায়নামো জাগরেভ (ক্রোয়েশিয়া), আটলান্টা (ইতালি)

‘ডি’ গ্রুপ
জুভেন্টাস (ইতালি), বায়ার লেভারকুসেন (জার্মানি), লোকোমোটিভ মস্কোভা (রাশিয়া)

‘ই’ গ্রুপ
লিভারপুল (ইংল্যান্ড), ন্যাপোলি (ইতালি), রেড ‍বুল সালজবার্গ (অস্ট্রিয়া), জেঙ্ক (বেলজিয়াম)

‘এফ’ গ্রুপ
বার্সেলোনা (স্পেন), বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), ইন্টার মিলান (ইতালি), স্লাভিয়া প্রাহান (চেক প্রজাতন্ত্র)

‘জি’ গ্রুপ
জেনত সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া), বেনফিকা (পর্তুগাল), লিওঁ (ফ্রান্স), লেইপজিগ (জার্মানি)

‘এইচ’ গ্রুপ
চেলসি (ইংল্যান্ড), আয়াক্স (নেদারল্যান্ডস), ভ্যালেন্সিয়া (স্পেন), লিলে (ফ্রান্স)

এই বিভাগের আরও খবর