,

চ্যাম্পিয়নস লিগে ১৯ বছরের হালান্ডের ইতিহাস

ক্রীড়া ডেস্ক: গোল করে এবং রেকর্ড না ভেঙে যেন মাঠ ছাড়তে রাজি নন বরুশিয়া ডর্টমুন্ডের বিস্ময় বালক আর্লিং ব্রট হালান্ড। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে জোড়া গোলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম সময়ে ১০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ১৯ বছর বয়সী তরুণ এই তুর্কী।

সিগন্যাল ইদুনা পার্কে পিএসজির তারকাবহুল আক্রমণভাগকে ম্লান করে দিয়ে নিজেই সব আলো কেড়ে নেন হালান্ড। জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়ও। তার দুই গোলের ওপর ভর করেই মূলত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে পিএসজিকে পরাজিত করেছে জার্মান জায়ান্টরা।

প্রথম রাউন্ডে রেডবুল সাল্‌জবুর্গের হয়ে ছয় ম্যাচে ৮ গোল ছিল হালান্ডের। এবার ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়নস লিগের অভিষেক ম্যাচেই জোড়া গোলের সঙ্গে কয়েকটি রেকর্ড নিজের করে নিলেন এই তারকা।

মাত্র ৭টি ম্যাচেই ১০ গোলের মালিক এখন হালান্ড। এছাড়া নিজের অভিষেক মৌসুমেই ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় ১০ গোল করা চতুর্থ ফুটবলারও এই তারকা।

এই বিভাগের আরও খবর