,

ঘুরে দাঁড়াতেই পারছে না এসি মিলান

ক্রীড়া ডেস্ক: বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াতেই পারছে না এসি মিলান। ইতালিয়ান লিগের ম্যাচে লজ্জাজনক হার সঙ্গী হয়েছে দলটির। অবনমনের অঞ্চলে থাকা তোরিনোর কাছে  বিধ্বস্ত হয়েছে মিলান। তাদের তুলনায় ছোট দলগুলো পয়েন্ট টেবিলের চূড়ায় আছে- অথচ সেরা দশে এখনো আসতেই পারেনি ২০১০/১১ লিগ চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তোরিনোর মাঠে ২-১ গোলে হেরেছে এসি মিলান। অথচ ম্যাচের শুরুতে এগিয়ে ছিল মার্কো জিয়ামপাওলোর শীর্ষরা। দ্বিতীয়ার্ধে নিজেদের সেরা ছন্দ হারিয়ে দুই গোল হজম করে লজ্জার হার নিয়ে বাড়ি ফিরে ১৮বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৯তম মিনিটে ক্রিস্তোফ পিয়াটেকের গোলে লিড নেয় এসি মিলান। প্রথমার্ধে স্বাগতিকদের গোল করতে দেয়নি অথিতিরা। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের মাঠে দুর্দান্তভাবে ফিরে জয় তুলে নেয় তোরিনো। কেবল পাঁচ মিনিটের ব্যবধানে আন্দ্রেয়া বেলোত্তি জোড়া গোল করে হতাশ করে এসি মিলানকে।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচে কেবল দুই জয় ও তিন হার নিয়ে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে আছে এসি মিলান; অপরদিকে সমান ম্যাচ খেলে এক জয় বেশি নিয়ে তোরিনো আছে ৬ এ। শীর্ষে আছে ইন্টার মিলান; দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস।

এই বিভাগের আরও খবর