গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জলমগ্নতা সহিষ্ণু ও স্বল্প মেয়াদী আমান ধানের জাত বিনাধান-১১ ওপর গোপালগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কৃষক পরিতোষ মন্ডলের ক্ষেতে উৎপাদিত এ জাতের ধান কেটে মাঠ দিবস করা হয়।
ধান পারমাপ করে মাঠ দিবস থেকে জানানো হয় প্রতি হেক্টরে এ জাতের ধান ৪.১৮ মোঃ টন উৎপাদিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি রমেশ চন্দ্র ব্রহ্ম।
গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ পরিচালক মো. মিজানুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ, ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক পরিতোষ মন্ডলসহ আরো অনেকে বক্তব্য রাখেন।