,

গোপালগঞ্জে জয়ের জন্মদিন পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম মুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এস এম ইসরাফ্রিল বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর