বিনোদন ডেস্ক: বিয়ে করলেন তামিল সিনেমার জনপ্রিয় মুখ যোগী বাবু। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তামিলনাড়ুর থিতুত্তানির একটি মন্দিরে পারিবারিক আয়োজনে মঞ্জু ভার্গবীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
ঘরোয়া আয়োজনে যোগী বাবুর বিয়েতে শুধু তার পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। যোগীর পুর্বপুরুষদের প্রতিষ্ঠিত পারিবারিক মুরুগণ মন্দিরে এই বিয়ে হয়।
আগামী মার্চ মাসে চেন্নাইয়ে বড় আকারে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন যোগী বাবু।
সম্প্রতি ধনুষের সঙ্গে ‘করনন’ সিনেমায় তার অংশের শুটিং শেষ করেছেন যোগী। তাকে সবশেষ দেখা গেছে রজনীকান্তের ‘দরবার’ সিনেমায়। ২০০৯ সালে অভিষেকের পর ‘মান করতে’, ‘ইয়ামিরুক্ক বয়মে’, ‘আন্দবন কট্টলাই’, ‘কোলামবু কোকিলা’ ও ‘পারিয়েরুম পেরুমল’র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।