,

কোচ ছাড়াই পাকিস্তান সফরে জিম্বাবুয়ে

বিডিনিউজ ১০ ডটকম, স্পোর্টস: সীমিত ওভারের সিরিজ খেলতে পাঁচ বছর পর পাকিস্তান সফরে এসেছে জিম্বাবুয়ে। মঙ্গলবার সকালে ইসলামাবাদে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। কিন্তু দলের সঙ্গে পাকিস্তানে যাননি জিম্বাবুয়ের ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত।

প্রধান কোচ ছাড়াই পাকিস্তানের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলবে জিম্বাবুয়ে। ভারতের সাবেক ব্যাটসম্যান রাজপুতের পাকিস্তান সফরের সব প্রয়োজনীয় অনুমতি ছিল। পাকিস্তানের ভিসা পেতে কোনো সমস্যা হয়নি তার।

কিন্তু হারারের পাকিস্তান দূতাবাস তাকে সার্বিক সহযোগিতা করলেও বেঁকে বসে ভারতীয় দূতাবাস। ভারতের নাগরিকদের জন্য প্রচলিত ভ্রমণ নীতিমালার দোহাই দিয়ে পাকিস্তান সফর থেকে রাজপুতকে অব্যাহতি দেয়ার অনুরোধ জানিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠায় তারা। এজন্যই পাকিস্তানে যাওয়া হয়নি আশির দশকে ভারতের হয়ে চারটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলা রাজপুতের।

এই বিভাগের আরও খবর