,

কুষ্টিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার জগতিতে এক সন্তানের জননী শামসুন নাহার পলিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামী হাকিমের বিরুদ্ধে।

বুধবার দুপুরে সদর উপজেলার জগতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামসুন নাহার উক্ত এলাকার হাকিমের স্ত্রী। শামসুন নাহার ঝিনাইদহ জেলার শোলকুপা থানাধীন ত্রিবেণী গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাকিমের প্রথম স্ত্রীর তার বিরুদ্ধে কোর্টে একটি মামলা দায়ের করে। সেই মামলা থেকে মুক্তি দিতে হাকিমের কাছে ২ লাখ ৭০ হাজার টাকা দাবি করে প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী শামসুন নাহার পলি দিতে রাজি না হওয়ায় তাকে নির্যাতন করতেন। প্রায় প্রতিদিনই শামসুন নাহার পলিকে মারধর করতেন হাকিম। বুধবার দুপুরে জানা যায়, শামসুন নাহার পলি আত্মহত্যা করেছে। তবে মনে হচ্ছে এটি হত্যা।

শামসুন নাহার পলির খালু হুমায়ুন কবির বলেন, ‘পলির পা মাটিতে লেগে ছিল। পলির গালে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এটা আত্মহত্যা না। আমরা এ ঘটনার বিচার চাই।’

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর