,

কাশিয়ানীতে ‘দুর্বৃত্তের আগুনে’ পুড়ল কৃষকের বসতঘর

কাশিয়ানী প্রতিনিধি:  দুর্বৃত্তের দেয়া আগুনে গোপালগঞ্জের কাশিয়ানীতে ইয়াদ আলী (৩২) নামে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এতে ওই দরিদ্র কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার পরিবারের। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার হাড়িয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কৃষকের মা মিনু বেগম বাদী হয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করেছেন।

মিনু বেগম বলেন, ‘আমার ছেলে ইয়াদ আলী বসতঘর তালা দিয়ে তার বাবার সাথে কয়েক সপ্তাহ আগে গ্যাস বেলুন বিক্রি করতে বরিশাল যায়। বৃহস্পতিবার রাতে আমি পাশের ঘরে ঘুমিয়েছিলাম। রাত ২টার দিকে ঘর থেকে বের হয়ে ছেলের বসতঘরে আগুন দেখে চিৎকার দেই। প্রতিবেশিরা দৌড়ে এসে আগুন নিভায়। গত এক সপ্তাহ আগে মারামারি ঠেকানো নিয়ে প্রতিবেশি খায়ের মোল্যার সাথে আমাদের দ্ব›দ্ব হয়। সেই দ্বন্দের কারণে তারা আমার ছেলের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে।’

অভিযুক্ত খায়ের মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আমাদের অযথা হয়রানী করার চেষ্টা করা হচ্ছে।’

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম রেজা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর