ক্রীড়া ডেস্ক: আগামী জুলাই মাসে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। করোনা ভাইরাসের এই সময় বার্বাডোজের কেনসিংটন ওভালে স্থানীয় সরকারের অনুমতিতে উইন্ডিজ মেডিকেল কমিটির কড়া নির্দেশনায় দর্শকশূন্য অবস্থায় এই অনুশীলন শুরু করা হয়।
সোমবার (২৫ মে) এই অনুশীলনে ছোট একটি গ্রুপ ঘাম ঝরান। এদের মধ্যে ছিলেন অধিনায়ক জেসন হোল্ডার, ক্রেইগ ব্র্যাথওয়েস্ট, শাই হোপ, কেমার রোচ, শেন ডোওরিচ, শামারাহ ব্রুকস ও রেমন রেইফার।
কোভিড-১৯ সংক্রমণের পর বিশ্বব্যাপী স্থগিত হওয়া ক্রিকেট এই সিরিজ দিয়েই শুরু হতে পারে। যেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুদল। এই সিরিজকে ঘিরে ইংলিশ কয়েকজন বোলার গত সপ্তাহেই অনুশীলন শুরু করেছে। আর জুনের প্রথম সপ্তাহ থেকে ব্যাটসম্যান ও উইকেটরক্ষকরাও মাঠে নেমে পড়বেন।