,

কবিতা : মধ্য রাতের হেমন্ত

ছবি : প্রতীকী

।। অনিন্দ্য আনিস ।।

মধ্য রাতে শিশির নামে
আমার সোনার গাঁয়,
শীতল চাদর মুড়ি দিয়ে
হেমন্তী ঘুমায়।

হাজার শিশির মুক্তা ছড়ায়
ভোরের দূর্বাঘাসে,
শীতের পাখি উড়ে আসে
আমার সোনার দেশে।

খেজুর রসের মিষ্টি পিঠা
নানান আয়োজন,
সাদা মেঘের কাশ বনে
পাখির নিমন্ত্রণ।

এই বিভাগের আরও খবর